তৃণমূল নির্বাচনে বিজয়ীরাই আগামীতে জয়লাভ করবেন: কাদের

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তৃণমূল নির্বাচনে যারা বিজয়ী হচ্ছেন তারাই আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করবেন।

বৃহস্পতিবার ২৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে আওয়ামী লীগ ২২টি, স্বতন্ত্র ৪টি ও বিএনপি ৩টিতে জয়লাভ করেছে।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসসহ আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে এ যৌথসভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতৃবৃন্দও এ সভায় অংশ গ্রহণ করেন।

ওবায়দুল কাদের গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ যখন জয়লাভ করে তখন সংবাদ হয় না, কিন্তু বিএনপি জয়লাভ করলে সংবাদ হয়।

আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো, এখন নেই- এ কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারপরও আমরা জিতলে সংবাদ পরিবেশিত হয় না’।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আগস্ট মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোক দিবসসহ কর্মসূচি সফল করার জন্য মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

তিনি এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে তৈরি ব্যানার, বিলবোর্ড ও পোস্টারের ভাবগাম্ভীর্য রক্ষারও আহবান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে কোনো ভূইফোঁড় সংগঠন যাতে কোন ধরনের চাঁদাবাজি না করতে পারে সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগে নারীদের প্রধান্য বাড়াতে হবে : প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধ‘ফরহাদ মজহার অপহরণ নাটক করতে গিয়ে ধরা খেয়েছেন’