মুজিব উল্ল্যাহ তুষার :
চট্টগ্রামের ৮ আসনের সংসদ সদস্য জাসদ একাংশের কার্যকর সভাপতি মইনউদ্দীন খান
বাদলের মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপনির্বাচন আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে
অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এ আসনে প্রার্থী হিসেবে আওয়ামী লীগ ও মহাজোটের অনেকে
আগ্রহ প্রকাশ করেছেন। অপরদিকে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের শরীক দল
হিসাবে তৃণমূল এনডিএম এর চেয়ারম্যান খোকন চৌধুরী প্রার্থী হচ্ছেন বিষয়টি
অনেকটা নিশ্চিত। তবে মহাজোট থেকে এক ডজন প্রার্থী আলোচনায় থাকলেও সিদ্ধান্তের
জন্য সবাই তাকিয়ে আছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। খোকন
চৌধুরী জানিয়েছেন প্রধানমন্ত্রীর গ্রীন সিগনাল পেয়ে তিনি প্রার্থী হচ্ছেন।
জানা যায়, বোয়ালখালী উপজেলা ও নগরীর পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম ৮ আসন।
২০০১ সালের জাতীয় নির্বাচনের পর টানা তিনবার মহাজোটের ব্যানারে বাংলাদেশ
জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদল এ আসন থেকে সংসদ সদস্য হিসেবে
নির্বাচিত হয়ে আসছেন। চলতি মাসের ৭ নভেম্বর ভোর ৫টায় ভারতের বেঙ্গালুরে
চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নির্বাচিত হওয়ার ১১ মাসের পর তার মৃত্যুকে
ঘিরে একদিকে রয়েছে শোকের ছায়া, অপরদিকে চলছে নির্বাচনে কে প্রার্থী হচ্ছেন তা
নিয়ে গুঞ্জন ও আলোচনা। এ আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগ জোটের শরিক জাসদকে দিয়ে
আসছে। এ নির্বাচনেও যদি কোনো শরিক দলকে দেওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে
তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরীর মনোনয়ন শতভাগ বলে মনে করেন তিনি।
তিনি বলেন, আমি রাজনীতির মাঠে পরীক্ষিত সোনিক। জনগণের সাথে আমার নিবিড়
সম্পর্ক।সমাজের নানা স্তরের মানুষের সাথে বিভিন্ন সংগঠনের মাধ্যমে কাজ করে আমি
জনগণের সুখ দুঃখের সাথী হয়ে আছি।মানবের সেবা করা আমার নেশা। আমি প্রার্থী হলে
বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।