‘তূর্ণা এক্সপ্রেস’ লাইনচ্যুত, পূর্বাঞ্চলে রেল যোগাযোগ ব্যাহত

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রাজধানী ঢাকার সঙ্গে রেল চলাচল সাময়িক ব্যাহত।

সোমবার ভোর পৌনে ৪টায় ব্রাহ্মবাড়িয়া রেলওয়ে স্টেশনসংলগ্ন মৌড়াইল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

এদিকে ট্রেন দুর্ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. শোয়েব হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ভোর পৌনে ৪টায় ছেড়ে যায়। এরপরই মৌড়াইল রেলক্রসিংয়ের সামনে বিকট শব্দে ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়।

এতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত পাঁচ ট্রেনযাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরে অন্য একটি ইঞ্জিন সংযুক্ত করে দুর্ঘটনাকবলিত ইঞ্জিনসহ বগি রেখে বাকি বগি নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয় তূর্ণা এক্সপ্রেস।

রেলওয়ে সূত্র জানায়, সংকেত না পেয়েই চালক ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আখাউড়া লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন-বগিগুলো উদ্ধারের কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়া খলিফাকে গোপনে ‘বিরক্ত’ করে বিপাকে তারকা খেলোয়াড়
পরবর্তী নিবন্ধআরসার অস্ত্রবিরতি প্রত্যাখ্যান মিয়ানমারের