তুরিন আফরোজকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অপসারণ

পপুলার২৪নিউজ প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে আইন মন্ত্রনালয়। শৃঙ্খলা ও পেশাগত আচরণ  ভঙ্গ এবং অসদাচরণের কারণে সোমবার (১১ নভেম্বর) তার অপসারণের আদেশ জারি করা হয়েছে।

সোমবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ সলিসিটর এস এম নাহিদা নাজমীন এতে স্বাক্ষর করেন।

Turin-3

২০১৩ সালের ২০ ফ্রেব্রুয়ারি থেকে তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালন করা আসছিলেন। তার নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংকের জন্য বিরাট শিক্ষা: এমডি
পরবর্তী নিবন্ধক্যারিয়ারসেরা বোলিংয়ে ৭ উইকেট শিকার রুবেলের