পপুলার২৪নিউজ ডেস্ক :
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বগি উল্টে গিয়ে অন্তত ১০ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
গ্রিস সীমান্তবর্তী এদিরনে থেকে ৩৬২ যাত্রী নিয়ে ট্রেনটি ইস্তানবুলে যাওয়ার পথে রোববার ওই দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ভারী বর্ষণ ও ভূমিধসের ফলে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। খবর ডেইলি সাবাহর।
খবর পেয়ে দ্রুত হেলিকপ্টারে করে আহত ৭৮ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অন্য যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে শতাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার জন্য রক্তদানের আবেদন জানিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।