ইস্তাম্বুলে বেশ কয়েকজন মানবাধিকারকর্মীকে গ্রেপ্তারের পর ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর সমালোচনার মুখে নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে জার্মানির। নতুন সিদ্ধান্তে তুরস্কের সঙ্গে সকল প্রকার অস্ত্র লেনদেন বন্ধ করে দিয়েছে জার্মানি।
এর আগে ২০ জুলাই তুরস্ক থেকে তাদের পর্যটন উপদেষ্টাকে সরিয়ে নিয়েছে বার্লিন এবং সতর্ক করে দিয়েছে তারা সেখানে বিনিয়োগ চালিয়ে যাবে কিনা সেটা খতিয়ে দেখা হবে। জার্মানির এ সিদ্ধান্তকে ‘ব্ল্যাকমেইল ও হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছে তুরস্ক।
দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে সকল ধরনের অস্ত্র সরবরাহ চুক্তি স্থগিত করেছে জার্মানি। সূত্র : এএফপি