তুরস্কের ‘কুরুলুস: উসমান গাজী’ এবার এনটিভিতে

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় টার্কিশ ড্রামা সিরিজ ‘কুরুলুস: উসমান গাজী’। বিশ্বের নানা দেশ মাতিয়ে এটি এবার প্রচার হতে যাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতেও। বাংলায় ডাবিংকৃত সিরিজটি আগামীকাল ২ ফেব্রুয়ারি থেকে প্রতি সপ্তাহের বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রোববার রাত ৯টায় প্রচার হবে। পুন:প্রচার হবে পরের দিন থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

সংকলিত মেগা পর্ব প্রর্ব প্রচার হবে প্রতি সপ্তাহের শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে।

বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শক নন্দিত এই সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি এ্যাওয়ার্ড ২০২০ এ সেরা সিরিজ নির্বাচিত হয়েছে। ইতোমধ্যে সিরিজটির বাংলা ডাবিং সম্পন্ন হয়েছে। এতে কাজ করেছেন ৪৩ জনেরও বেশি বাংলাদেশী কণ্ঠশিল্পী।

পূর্ববর্তী নিবন্ধএবার দাদাগিরির মঞ্চে ‘কাঁচা বাদাম’র গায়ক
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া সুস্থ হয়েছেন এজন্য শুকরিয়া আদায় করছি: ড. হাছান মাহমুদ