তিন সিটিতে কোম্পানি পর্যায়ে সম্পত্তি হস্তান্তরে কর কমলো

নিজস্ব প্রতিবেদক:

কোম্পানি থেকে কোম্পানির স্থাবর সম্পত্তি হস্তান্তরে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর কমিয়েছে সরকার।

সম্প্রতি ‘সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬’ সংশোধন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

সংশোধিত তফসিলে বলা হয়েছে, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রতিটি হস্তান্তর দলিলে উল্লিখিত স্থাবর সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ২ শতাংশ হারে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যাবে। ‘তবে শর্ত থাকে যে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) অধিক্ষেত্রে কোম্পানি থেকে কোম্পানির স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সম্পত্তির মূল্যের ১ শতাংশ হারে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যাবে। ‘

আগামী ১ ডিসেম্বর থেকে এ নিয়ম কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধউত্তরায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ২
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ