তিন বছরেও গ্রেপ্তার হয়নি একরাম হত্যার ১১ আসামি

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

ফেনীর একরামুল হক একরাম হত্যার তিন বছর অতিবাহিত হতে চলেছে। কিন্তু মামলার চার্জশিটভুক্ত পলাতক ১১ জন আসামি এখনও গ্রেপ্তার হয়নি। উদ্ধার হয়নি হত্যাকাণ্ডে ব্যবহৃত সব অস্ত্রও। বিভিন্ন সময় আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া আসামিদের অর্ধেক জামিনে বেরিয়ে গেছে।

এদিকে মামলাটি নিষ্পত্তির জন্য উচ্চ আদালত দফায় দফায় সময় বেঁধে দিচ্ছে। কিন্তু তাতেও এগুচ্ছেনা আলোচিত এ মামলার বিচার কাজ। এমতাবস্থায় মামলার সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কায় রয়েছে নিহতের পরিবার।

২০১৪ সালের ২০মে নিজ দলের কর্মীরা কুপিয়ে, গুলি করে ও গাড়িতে আগুন দিয়ে পৈশাচিকভাবে পুড়িয়ে হত্যা করে একরামকে।

ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ জানান, ২০১৪ সালের ২০ মে রাতে ফেনী মডেল থানায় একরাম হত্যার ঘটনায় মামলা দায়ের করেন তার বড় ভাই রেজাউল হক মামলায় বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করা হয়।

তিনি জানান, মামলা দায়েরের একশ দিন পর ওই বছরের ২৮ আগস্ট তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক আবুল কালাম আজাদ ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আদালত আড়াই মাস পর ২০১৪ সালের ১২ নভেম্বর আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করে।

পরবর্তীতে স্বাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।
আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত বিএনপির নেতা মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এদের মধ্যে বর্তমানে জামিনে রয়েছেন ২০ জন। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে ১৫ জন হত্যার দ্বায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া নিহত একরামের গাড়িচালকও প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দেন। মামলার অভিযোগপত্রে ৫৯ জনকে সাক্ষী করা হয়। এ পর্যন্ত ৪৭ জন তাদের সাক্ষী প্রদান করেছেন।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ একরামুল হক হত্যা মামলার বিচার ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। এর এক বছর পর চলতি বছরের ১৯ মার্চ মামলাটি নিষ্পত্তির জন্য পুনরায় ছয় মাসের সময় বেঁধে দেন উচ্চ আদালত।

এ মামলার আসামিদের মধ্যে ইসমাঈল হোসেন ওরফে ছুট্টু, কফিল উদ্দিন মাহমুদ আবির, রাহাত মো. এরফান ওরফে আমজাদ, সফিকুর রহমান ময়না, শরিফুল জামিল ওরফে পিয়াস, একরাম হোসেন ওরফে আকরাম, মহিউদ্দিন আনিছ, মোসলেহ উদ্দিন আসিফ, কালা ওরফে কালা মিয়া, বাবলু, নয়ন, টিটু পলাতক রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার তৎকালীন পরিদর্শক (বর্তমানে দাগনভূইয়া থানার ওসি) আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যায় একাধিক চাপাতি ও পাঁচটি পিস্তল ব্যবহৃত হয়েছে। এর মধ্যে দুটি পিস্তল ও কয়েকটি চাপাতি উদ্ধার হয়েছে । বাকি তিনটি পিস্তল এখনও উদ্ধার হয়নি। এই ছাড়া হত্যার সময় ব্যবহৃত লাল রংয়ের একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছিল।

মামলার প্রধান আসামি বিএনপি নেতা মিনার চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট মেছবাউদ্দিন খাঁন বলেন, এ পর্যন্ত যে ৪৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন, তারা কেউ সঠিকভাবে সাক্ষ্য দেননি। এমনকি একরামের স্ত্রীসহ পরিবারের সদস্যরাও এজাহারের পক্ষে সাক্ষ্য প্রদান করেননি। এ মামলার প্রসিকিউশনও চরমভাবে ব্যর্থ হয়েছেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি।

নিহত একরামের বড় ভাই রেজাউল হক জসিম বলেন, সামাজিক কারণে অনেকে রাজনৈতিক হত্যাকাণ্ডের সাক্ষী দিতে চান না। একরামকে কারা হত্যা করেছে তার ভিডিও ফুটেজ এবং মোবাইল ফোনে অডিও রেকর্ড আছে। কিন্তু এর কোনোটিই আদালতে জমা হয়নি।

২০১৪ সালের ২০ মে সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে ফেনী শহরের ডায়াবেটিস হাসপাতাল থেকে ফুলগাজী উপজেলা পরিষদের একটি সভায় যোগদানের উদ্দেশ্যে বের হন চেয়ারম্যান একরাম। শহরের বিলাসী সিনেমা হলের কাছে পৌঁছালে প্রথমে একটি ময়লার ট্রলি দিয়ে তাকে বহনকারী প্রাডো গাড়ির গতি রোধ করার চেষ্টা করে দুর্বৃত্তরা। ট্রলিটিকে পাশ কাটাতে গিয়ে একরামের গাড়ির একটি চাকা সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ওপরে উঠে যায়। এ সময় চারদিক থেকে গুলি ও বোমা ফাটিয়ে একদল দুষ্কৃতকারী তার গাড়িটি ঘেরাও করে। এ সময় গুলি ও ছুরিকাঘাত করে একরামকে হত্যা করা হয়। হত্যাকারীরা তাকে বহনকারী গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে লাশ পুড়িয়ে ফেলে।

ফুলগাজীর আনন্দপুরের নুরুল হক মাস্টারের চতুর্থ ছেলে একরামুল হক। এক সময়ে জয়নাল হাজারীর আলোচিত স্টিয়ারিং কমিটির সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। পরে ফেনী পৌর যুবলীগের সভাপতি ও ২০১১ সালের সম্মেলনে নিজ উপজেলা ফুলগাজী আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

এর আগে ১৯৯৭ সালে ফুলগাজীর আনন্দপুর ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ ও ২০১২ সালে পরপর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন একরাম। যুবলীগ নেতা বশির হত্যা, যুবদল নেতা নাসিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগসহ একরামের বিরুদ্ধে একাধিক মামলা ছিল।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসীদের অস্ত্র ও অর্থায়নের যোগান বন্ধে বৈশ্বিক উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান
পরবর্তী নিবন্ধমোহময়ী সাজে গাড়ি থেকে নামলেন ঐশ্বরিয়া, তারপর…