তিন পাকিস্তানিকে জরিমানা আইসিসির

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, সউদ শাকিল ও কামরান গুলামকে আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ চলাকালে বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

শাহিন আফ্রিদিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ এনেছে আইসিসি। বিধিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, খেলোয়াড় সহায়ক কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির (দর্শকসহ) সঙ্গে অস্বাভাবিক শারীরিক সংস্পর্শ সম্পর্কিত।

বুধবার দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারে শাহিন ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যান ম্যাথিউ ব্রিটজকেকে বাধা দেন। ওই এক রানের জন্য প্রান্ত বদল করছিলেন প্রোটিয়া ব্যাটার। শারীরিক সংঘর্ষের ফলে দুই খেলোয়াড়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এদিকে সউদ শাকিল ও বদলি ফিল্ডার কামরান গুলামকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ২৯তম ওভারে অধিনায়ক টেম্বা বাভুমাকে রান আউট করার পর খুব কাছে গিয়ে আক্রমণাত্মক উল্লাস করেছিলেন।

দুই জনকেই আইসিসি আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর এমন ভাষা, কার্যকলাপ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যা তাকে অপমানিত করতে পারে বা আগ্রাসী প্রতিক্রিয়া উস্কে দিতে পারে।

তিনজন খেলোয়াড়ের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। তবে গত ২৪ মাসে এই প্রথম তাদের নামের পাশে ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো।

তিনজনই নিজেদের ভুল স্বীকার করেছেন এবং আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

অনফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব ও মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি এই অভিযোগ দায়ের করেন।

লেভেল ১ লঙ্ঘনের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা। সঙ্গে এক বা দুই ডিমেরিট পয়েন্ট হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধহজ এজেন্সি মালিকদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময়
পরবর্তী নিবন্ধতারকা দম্পতিদের ভালোবাসার কিচেন