তিন দিনের সফরে ভারতে ট্রাম্পকন্যা ইভাঙ্কা

পপুলার২৪নিউজ ডেস্ক:
তিন দিনের সফরে ভারত পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও তার উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প।

মঙ্গলবার হায়দরাবাদে ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে শুরু হওয়া ‘গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট’ (জিইসি)-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি।

এদিকে ভারতে পৌঁছানোর আগমুহূর্তে টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ইভাঙ্কা বলেন, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক এই দেশের সঙ্গে আমাদের একসঙ্গে অনেক কিছু করার আছে।

নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, অর্থনৈতিক অগ্রগতি এগিয়ে নেওয়াসহ উভয়ই স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করতে পারি আমরা।

বিশেষ সাক্ষাৎকারে টাইমস অব ইন্ডিয়াকে ভারতের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি তার একান্ত ভালো লাগার কথা বলেন ইভাঙ্কা।

 

পূর্ববর্তী নিবন্ধগেণ্ডারিয়ায় আনসারউল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে স্বামীকে হত্যায় স্ত্রীর অবিশ্বাস্য ফাঁদ