তিন দিনেই মাস পার করে দিচ্ছেন খাগড়াছড়ির পানছড়ি প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান। প্রতি মাসের নির্ধারিত একটি দিনে তিনি পানছড়ির কর্মস্থলে আসেন, একদিন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় যোগ দেন এবং আরেকদিন মাসের বেতন-ভাতা তুলে আবারও নিজ বাড়ি চট্টগ্রামে ফিরে যান।
জানা গেছে, ২০১৬ সালের ২ জুন পানছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডা. মিজানুর রহমান। যোগদানের পর থেকেই তিনি তার ইচ্ছাকেই সরকারি নিয়মে পরিণত করেন।
বৃহস্পতিবারও পানছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। এ সময় তার অধীনস্থ দু’জন কর্মচারী দায়িত্ব পালন করছিলেন।
উপজেলা প্রাণী সম্পদ অফিস সহকারী পূর্ণ শুভা চাকমা বলেন, তার (ডা. মিজানুর) অনুপুস্থিতিতে কোনো কাজ আটকে গেলে ফোনের মাধ্যমে সমাধান নেন অধীনস্থ কর্মচারীরা। ফলে কোনো অসুবিধা হয় না।
তবে সুপারভাইজার দন্তু চাকমা বলেন, স্যার মাসে একবার আসেন বলে আমাদের রুটিন কাজের সমস্যা হয়।
দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করে ডা. মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ‘বৃহস্পতিবার হওয়ায় আজ তিনি বাড়িতে আছেন।’
তিনি আরও বলেন, ‘খাগড়াছড়িতে বদলি হওয়ার পর পাঁচ বছর ধরে কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আবুল হাশেম বলেন, তার এমন অনিয়মের লাগাম টেনে ধরতে হবে। তিনি মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কাজ থাকলে আসেন। বিষয়টি নিয়ে আমি উপজেলা চেয়ারম্যানের সঙ্গে আলাপ করেছি। অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
-জাগো নিউজ