বিশৃংখলার কারণে প্রাণিসম্পদ অধিদফতর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিলের (বিপিআইসিসি) তিন টাকায় ডিম বিক্রি বন্ধ করে দিতে হয়েছে।
যমুনা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, অনেক ক্রেতাই টাকা দিয়ে বিশৃংখলার কারণে ডিম কিনতে পারেননি। আবার বিক্ষুব্ধ অনেকেই ডিম কিনতে না পারায়, যারা ডিম কিনেছেন তাদের ডিম ভেঙে দিয়েছেন।
আয়োজকরা বলছেন, আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ক্রেতা সমাগম হয়েছিল। যে কারণে সমস্যাটি তৈরি হয়েছে। আমরা আসলে ছোট পরিসরে একটি উদ্যোগ নিয়েছিলাম। এটা থেকে আমরা শিক্ষা নিলাম। পরবর্তীতে আশা করি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।
শুক্রবার সকাল ১০টা থেকে ১২ টাকা হালিতে ডিম বিক্রি শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত বিক্রির কথা থাকলেও অতিরিক্ত চাপের কারণে ১২টার আগেই বন্ধ করে দিতে হয় বিক্রি।
ডিম দিবস উপলক্ষে প্রাণিসম্পদ অধিদফতর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল (বিপিআইসিসি) শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ১২ টাকা হালি ডিম বিক্রি করার ঘোষণা দেয়।
সুলভ মূল্যের এই ডিম কিনতে সকাল থেকেই লাইন ধরে দাঁড়িয়ে যান ক্রেতারা।
সকাল ১০টার আগেই এই লাইন দুই কিলোমিটারের বেশি ছাড়িয়ে যায়। অনেকেই স্ত্রী ছেলে সন্তানকে নিয়ে লাইনে দাঁড়িয়ে যান।
আগে এলে আগে পাবেন ভিত্তিতে ডিম দেয়া হয়। একজন ক্রেতা সর্বোচ্চ ৯০টি পর্যন্ত ডিম কিনতে পারবেন বলে জানানো হয়।
১৩ অক্টোবর বিশ্ব ডিম দিবস উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে ডিম বিক্রির এ উদ্যোগ নেয়া হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ডিম দিবস পালিত হচ্ছে। এ বছর ৪০টিরও বেশি দেশ ডিম দিবস পালন করছে।