তিনতলা থেকে পড়েও অক্ষত মাশরাফি!

পপুলার২৪নিউজ ডেস্ক:

বাংলাদেশ দলের ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। ওয়ানডে, টি২০-তে একটি শক্তিশালী দলের শক্তিশালী অধিনায়কে নিজেকে মেলে ধরেছেন তিনি। বিশ্বক্রিকেটে বাংলাদেশকে পরিচিত করেছেন তিনি আপন মহিমায়।

এই মাশরাফি কিন্তু ছোটবেলা থেকেই অসম্ভবকে সম্ভবে পরিণত করতে পারদর্শী।

বাংলাদেশ দলের অধিনায়কের মা হামিদা মুর্তজা বলাকা গণমাধ্যমকে জানান, ছোটবেলা থেকেই মাশরাফি খুব চঞ্চল ছিল। বন্ধুদের সঙ্গে খেলা করে, ঘুরে আর চিত্রা নদীতে সাঁতার কেটে সময় কাটাত মাশরাফির। সেই ডানপিটে ছেলেটা ১০ বছর বয়সে একবার মামাবাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে যায়।

পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে বলেন তার কিছু হয়নি। ঘণ্টাখানেক বিশ্রামের পর বাড়িতে ফেরে অধিনায়ক।

এদিকে আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলের টাইগার সদস্যরা ভালো কিছু করে দেখাবে বলেই বিশ্বাস রত্নগর্ভা হামিদা মুর্তজার। দেশবাসীর কাছে মাশরাফিসহ দলের সব খেলোয়াড়ের জন্য দোয়া কামনা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার খবর ভুয়া: আমু
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ সন্ত্রাসী স্টাইলে দমন করতে চায় : রিজভী