তিতুমীর কলেজ নিয়ে নতুন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকারের অবস্থান শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করেছেন। এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, ‘সরকার ওই সিদ্ধান্তে অটল রয়েছে। নতুন করে কোনো সিদ্ধান্ত নেয়নি। ’ সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম, জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

আবুল কালাম আজাদ বলেন, তিতুমীর কলেজের আন্দোলনের কারণে মানুষের যে দুর্ভোগ হচ্ছে তা নিয়ে সরকার সচেতন রয়েছে। শিক্ষার্থীরা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। তাদের দাবি-দাওয়া থাকলে এ বিষয়ে জনমত গড়ে তুলুক, কথা বলুক, লেখালেখি করুক।

তিনি বলেন, তারা যদি জনমত তৈরির মাধ্যমে দাবিটি প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে ভবিষ্যতে সরকার বিষয়টি বিবেচনা করবে। সরকারের পক্ষ থেকে তাদের প্রতি আহ্বান, তারা যেন সড়ক বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে।

জুলাই গণঅভ্যুত্থানের আহতের আন্দোলনের বিষয়ে প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, তাদের বিষয়ে সরকার আন্তরিক। তারপরও কারও কারও মধ্যে হতাশা ও অস্থিরতা কাজ করছে। তাদের বিষয়ে সরকার সচেতন রয়েছে। তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

মানবপাচার বন্ধে সরকারের অনেকগুলো সেল কাজ করছে বলে জানিয়ে প্রেস সচিব বলেন, সরকারের নিবিড় পর্যবেক্ষণের পরেও এ ধরনের কাজ হয়ে যায়। আমরা এটাকে আরও স্টেপআপ করার চেষ্টা করছি, যেন বাংলাদেশ থেকে কোনোভাবে মানবপাচার না হয়।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে কয়েকদিন ধরে রাজধানীর ব্যস্ত সড়ক দখল করে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী। এমনকি তারা সোমবার বিকেলে মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন। ফলে রেলপথে সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকার যোগাযোগ।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সোমবার রাতের মধ্যে যদি দাবির বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা না হয়, কিংবা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেবেন তারা।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে রোববার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘সময় বেঁধে দিয়ে দাবির মুখে কোনো সিদ্ধান্ত নেব না। সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয়।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার: প্রেস সচিব
পরবর্তী নিবন্ধশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিতুমীর শিক্ষার্থীরা