তিতাসের অভিযানে সুফল মিলছেনা, ফায়দা লুটছে ঠিকাদার কাউসার আলী

সাভার প্রতিনিধিঃ
সারাদেশে তিতাস গ্যাসের আবাসিক সংযোগ বন্ধ থাকলেও সাভারে ঠিকাদারকে টাকা দিলেই মিলছে অবৈধ গ্যাস। কর্তৃপক্ষের নজরদারী না থাকাসহ আইনের দূর্বলতার কারনে ব্যবস্থা গ্রহন করতে না পারার কারনে প্রতিনিয়ত হরহামেশাই সংযোগ দিয়ে যাচ্ছে ঠিকাদার কাউসার আলীর সিন্ডিকেট। এজন্য অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বর্তমানে তিতাসের চলমান অভিযানকে থোরাই কেয়ার করে নির্বিঘ্নে অবৈধ গ্যাস ব্যবহার করে আসছে কয়েক লক্ষ গ্রাহক।
প্রতি সপ্তাহে ঢাক ঢোল পিটিয়ে সরকারী অর্থ অপচয় করে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরন অভিযানে কোন সুফল মিলছেনা। অর্থাৎ যেই লাউ সেই কদু। অভিযোগ রয়েছে তিতাসের সাভার জোনাল অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার কাউসার বাহিনীর সদস্যরা যোগসাজস করে এসব অবৈধ সংযোগ প্রদানের মাধ্যমে সাধারন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
এছাড়াও ঠিকাদার কাউসার বাহীনি গ্যাস অফিসের কর্মকর্তা পরিচয়ে যেসব বৈধ সংযোগ ব্যবহারকারী অতিরিক্ত চুলা ব্যবহার করছে তাদের সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জরিমানা এবং মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে ভুক্তভোগীদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
খোজ নিয়ে জানা যায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাভার জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় প্রতি সপ্তাহে বকেয়া বিল আদায়ে বিশেষ অভিযানের পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনের অভিযান চলমান রয়েছে। অভিযানে যেসব বাড়িতে বকেয়া বিল কিংবা অবৈধ সংযোগ ব্যবহারের প্রমান পাওয়া যায় ওইসব বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার খুলে নিয়ে আসে তিতাস কর্তৃপক্ষ।
নিয়ম অনুযায়ী এসব গ্রাহকের বিল পরিশোধ এবং অতিরিক্ত চুলার এক বছরের জরিমানার টাকা ডিমান্ড নোটের মাধ্যমে ব্যাংকে পরিশোধ করতে হয়। এরপর সেই গ্রাহকের ফাইল প্রসেসিং হয়ে রিকানেকশন পেতে কমপক্ষে চার থেকে ছয় মাস সময় লাগে। কিন্তু সাভার তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি হুমায়ুন কবির রশিদ ও সাধারন সম্পাদক মোঃ কাউসার আলীর নের্তৃত্বে পৃথক পৃথক দল অভিযানের সময় তিতাসের কর্মকর্তাদের সাথে থেকে যেসব বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গ্যাস অফিসের অজান্তে নিন্ম মানের রাইজার লাগিয়ে সেদিনই পুনরায় অবৈধ সংযোগ প্রদান করে আসছে।
এসব অবৈধ কর্মকান্ড নির্বিঘ্নে পরিচালনার জন্য সম্প্রতি অসাধু ঠিকাদাররা একটি গ্রুপ তৈরী করেছে। এই গ্রুপের সদস্যরা বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগ প্রদানের পাশাপাশি বিভিন্ন বাসা-বাড়িতে ঘুরে ঘুরে বিল বই চেক করে থাকে। এসময় অতিরিক্ত চুলা পেলেই প্রতি চুলার জন্য এক বছরের জরিমানা করে সংযোগ বিচ্ছিন্নের হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করে থাকে।
সরেজমিনে আশুলিয়া বাজার এলাকার নিউমার্কেট সংলগ্ন হাজী নূরুল ইসলামের মালিকানাধীন হাবিব ভিলা নামক ৬ তলা ভবনে খোজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (৭জুন) সাভার তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ওই বাড়িতে বৈধ সংযোগের বিপরীতে অতিরিক্ত চুলা ব্যবহার করায় তাদের কাছ থেকে জরিমানা বাবদ নগদ ৪৭ হাজার টাকা নিয়ে আসে। কিন্তু তিতাস গ্যাস অফিসে খোঁজ নিয়ে জানা যায় তাদের কোন কর্মকর্তা ওই এলাকায় অভিযানে জাননি।
এঘটনায় বাড়ির মালিকের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসন্ধান করে জানা যায় সাভার তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোঃ কাউসার আলীর নের্তৃত্বে ৬-৭ জনের একদল ঠিকাদার নিজেদেরকে গ্যাস অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করার ভয়ভিতি দেখিয়ে বাড়ির মালিক হাজী নূরুল ইসলামের কাছে প্রথমে দুই লাখ টাকা দাবি করে। পরবর্তীতে দেনদরবার করে ৪৭ হাজার টাকায় রফাদফা করা হয়। এছাড়াও গত এক বছরে তিতাসের অভিযানে যতগুলো রাইজার কাটা হয়েছে তার বেশীর ভাগই পুনরায় অবৈধভাবে সংযোগ দিয়েছে কাউসার বাহিনী।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার কল্যান সমিতির সম্পাদক কাউসার আলী বলেন, নুরুল ইসলামের বাড়িতে আমাদের লোকজন গিয়েছিলো। সে অবৈধ চুলা ব্যবহার করায় তার সাথে কথা বলে চলে আসে। আমরা যে গ্যাস অফিসের লোক না সেটা বাড়ির মালিককে বলার দরকার নাই, অফিসেও বইলেননা। আপনি গ্যাস অফিসে এসে আমার সাথে দেখা কইরেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, ঠিকাদার কাউসারের বিরুদ্ধে এর আগেও এধরনের অভিযোগের সত্যতা পাওয়ায় তার লাইসেন্সটি কালো তালিকাভুক্ত করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ মোল্লাহ্ বলেন, এরকম আগে হতো। কিন্তু আমরা এখন অনেক কঠোর হয়েছি। অবৈধভাবে সংযোগ গ্রহকারীদের ভবিষ্যতে আর সংযোগ দেয়া হবেনা জানিয়ে গ্রাহকদেরকে সতর্ক করা হচ্ছে। এছাড়া যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে বলে।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংক রাজশাহী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধঅপসাংবাদিকতায় জরিমানা করতে পারবে প্রেস কাউন্সিল