তাহিরপুরে মাহারাম নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব

নুর উদ্দিন, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের তাহিরপুরের মাহারাম নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তে অবস্থান মাহারাম নদীর। যাদুকাটা নদীর প্রশাখা মাহারাম নদীতে এক সময় বর্ষাকালে প্রবল স্রোত প্রবাহিত হতো। ১৯৮৮ সালের পূর্বে চৈত্র বৈশাখ মাসে নদীতে পানি আসলে অকাল বন্যায় উপজেলার মাটিয়ান, সমসা সহ সীমান্তের সবগুলো ছোটবড় হাওরগুলো পানিতে তলিয়ে যেতো। তখন অকাল বন্যার হাত হতে ফসল রক্ষার জন্য মাহারাম নদীতে বেড়িবাঁধ দেয়া হতো। কিন্তু ১৯৮৮ সালের পর থেকে অবস্থার পরিবর্তন হতে থাকে। ওই বছরের ভয়াবহ বন্যায় পাহাড় থেকে নেমে আসা বালু ও নুড়ি পাথরে মাহারাম নদীটি ভরাট হয়ে পড়ে। এখন এ নদীর উপর দিয়ে আশ্বিন কার্তিক মাস হতেই পায়ে হেঁটে পারাপার হওয়া যায়। কিন্তু মাহারাম নদী থেকে যথেচ্ছভাবে বালি উত্তোলনের ফলে আবারও এই নদী তীরবর্তী হাওরসহ উপজেলার সবগুলো হাওরই আবার অকাল বন্যার ঝুঁকিতে পড়েছে।
মাহারাম নদী পাড়ের স্থানীয় বাসিন্দারা জানান, বালু উত্তোলনকারীরা মাহারাম নদী থেকে বালু উত্তোলন না করে আধা কিলোমিটার দূরের যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন করলে কোন ধরনের সমস্যা সৃষ্টি হতো না।
সরজমিনে মাহারাম নদী এলাকায় গিয়ে দেখা যায়, দিনে দুপুরে মাহারাম নদীতে বালু উত্তোলনে মহোৎসবে ব্যস্ত রয়েছে সীমান্ত এলাকার একটি অসাধু বালু খেকো চক্র। মাহারাম নদীতে কথা হয় বালু উত্তোলনকারী মানিগাঁও গ্রামের জাকির হোসেন ও নাম প্রাকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিকের সাথে। তারা বলেন, ৭টি গ্রুপে দলবদ্ধ হয়ে এখানে বালু তুলে। গ্রুপ গুলোর মধ্যে রয়েছে মানিগাঁও গ্রামের আসাদ মিয়া, রইস মিয়া, মোহাম্মদ আলী ও দ্বীন ইসলাম। এই চার জনের গ্রুপে রয়েছে ১১০ জন করে নারী পুরুষ শ্রমিক। ৭০ জনের আর একটি গ্রুপের নেতৃত্বে রয়েছে মানিগাও গ্রামের মুক্তার আলী, নানু মিয়া ও খাসতাল গ্রামের মুক্তার মিয়া। গুটিলা গ্রামের সামছু মিয়া, মানিগাও গ্রামের হাসান মিয়া, আবুল কাশেম ও হাসেন আলীর ৬০ জনের দলে রয়েছে। মানিগাও গ্রামের জাকির হোসেন ও আবুল বাদশাহর ৫০ জনের দলে রয়েছে। এছাড়াও মানিগাঁও গ্রামের তোষা মিয়ার একটি গ্রুপে রয়েছে ৫০ জন, জিলু মিয়ার দলে রয়েছে ৬০ জন ও একই গ্রামের মধু মিয়ার দলে রয়েছে ৫৫জন।
মাহারাম নদী এলাকার সংশ্লিষ্ট উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, মাহারাম নদীতে যেভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে এভাবে বালু উত্তোলন করতে থাকলে মাটিয়ান হাওরের ফসল অকাল বন্যার পানিতে তলিয়ে যাবে। মানিয়ান হাওর উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল তালুকদার বলেন, উত্তর বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন ফোন করে তাকে জানিয়েছেন মাহারাম নদী থেকে বালু খেকো চক্র দিনে দুপুরে বালু উত্তোলন করছে। এভাবে বালু উত্তোলন করতে থাকলে মাটিয়ান হাওরসহ উপজেলার সকল হাওরগুলোর ফসল অকাল বন্যায় তলিয়ে যাবে। শনির হাওর উন্নয়ন কমিটির সধারণ সস্পাদক হাফিজ উদ্দিন বলেন, মাহারাম নদীতে বালু উত্তোলন করে উপজেলার সবগুলো হাওরকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। এ অবস্থা কখনো মেনে নেয়া যায় না। তিনি প্রশাসনের কাছে দাবি তুলে ধরে বলেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমির উদ্দিন বলেন, মাহারাম নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে তিনি ক্যাম্প থেকে পুলিশ পাঠাচ্ছেন। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, মাহারাম নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে নিয়ে মোবাইল কোর্ট করতে হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, বালু উত্তোলনের বিষয়টি আমি জেনে জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি। একটি দুষ্টচক্র একাজ করছে তা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধছাতক নৌকা প্রতীকের প্রচারণায় যুক্তরাজ্য প্রবাসীরা
পরবর্তী নিবন্ধদিরাইয়ের ভরাম হাওর অরক্ষিত