তাহিরপুরে পণতীর্থে গঙ্গস্নানে লাখো ভক্তের মিলনমেলা

নুর উদ্দিন, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের যাদুকাটা নদীতে পণাতীর্থে সনাতন ধর্মের আধ্যাত্মিক সাধকের লক্ষাধিক ভক্তবৃন্দের গঙ্গাস্নানকে ঘিরে মিলনমেলায় পরিণত হয়েছে। মহাপ্রভুর রাজারগাও লাউড় নবগ্রামের যাদুকাটা নদীর তীরে এবছর সনাতন ধর্মবলম্বীদের বৃহৎ গঙ্গাস্নানের শুভ সময় ছিল মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল ৩টা ৩ মিনিট থেকে বুধবার (৩০ মার্চ) সকাল ১১টা ২৩ মিনিট পর্যন্ত।
বৃহৎ এই গঙ্গস্নানকে ঘিরে যাদুকাটা নদীর তীরে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পুণ্যস্নানের জন্য লক্ষাধিক মানুষের উপচেপড়া ভিড় জমে উঠেছে। মহাপ্রভুর আখড়াবাড়ী, রাজারগাও লাউড় নবগ্রাম এবং বালুরচরে মঙ্গলআরতি, ভজন, লীলাকীর্তন, বৈদিক নাটক, গঙ্গাপূজাসহ ধর্মীয় আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা। বালুরচরে বারুনী মেলায় বসে রয়েছেন বিভিন্ন রকমের দোকানীরা।
ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা শীলারানী বলেন, গঙ্গাস্নানে এতো মানুষ এর আগে কখনও দেখিনি। গত কয়েক বছরের তুলনায় এ বছর দ্বিগুণ মানুষ হয়েছে গঙ্গাস্নানে।
জানা, যায়, ১৫১৬ খ্রিস্টাব্দের দিকে পণতীর্থের সূচনা করেন শ্রীমান অদ্বৈত আচার্য্য প্রভু। মানুষ তাঁকে গৌরআনা ঠাকুর বলে জানেন। তাঁর জন্মস্থান তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নবগ্রামে। নদী ভাঙনে নবগ্রাম আজ বিলীন। সে সময় নব গ্রামের অবস্থান ছিল লাউড় রাজ্যের লাউড়েরগড় এলাকায়। বর্তমানে মন্দির গড়ে উঠেছে যাদুকাটা নদীর তীরবর্তী লাউড়েরগড়ের পার্শ্ববর্তী রাজারগাঁও গ্রামে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গেল দুই বছর গঙ্গাস্নানকে ঘিরে কোন উৎসব আয়োজিত হয়নি। করোনাকালের বিধিনিষেধ শেষে এ বছর তাই বিপুল উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মালম্বীরা জড়ো হচ্ছেন এখানে।
ভিড়ের মধ্যে পড়ে বৃদ্ধের মৃত্যুঃ
তাহিরপুরে যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে এসে ভিড়ের মধ্যে পড়ে সংকর দাস (৫২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে তার মৃত্যৃ হয়। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ফুকড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সুখলাল দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর রাজারগাঁও সংলগ্ন স্থানে গঙ্গাস্নান করতে এসে ভিড়ের মধ্যে পড়েন। একপর্যায়ে অসুস্থ্য হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত সুশংকর দাসের ভাতিজা ধীরেশ দাস বলেন, অদ্বৈত জন্মধাম পূণ্যতীর্থে গঙ্গাস্নান করতে এসেছিলেন তারা। স্নান শেষে হঠাৎ করে অসুস্থ হয়ে তার চাচার মৃত্যু হয়েছে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফতার বললেন, শুনেছি এক বৃদ্ধে ভিড়ের মধ্যে পড়ে মারা গেছেন।
ইচ্ছেমতো ভাড়া আদায়ঃ
অদ্বৈত জন্মধাম পণতীর্থে গঙ্গাস্নান ও শাহ আরেফিন (রা:) বার্ষিক ওরস মোবারকের জন্য আগত পুণ্যার্থীদের কাছ থেকে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে চালকরা। এজন্য দুই সাধকের মিলন মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো মানুষ হয়রানির শিকার হচ্ছেন। আব্দুল জহুর সেতু থেকে পণতীর্থ ও শাহ আরেফিনের মেলা পর্যন্ত প্রশাসন ভাড়া নির্ধারণ করলেও নির্দেশনা মানছে না সিএনজি, লেগুনা ও মোটরসাইকেল চালকরা। এমনকি সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলকারী বাসগুলোও অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে।
সুনামগঞ্জ আব্দুল জহুর সেতুতে গিয়ে দেখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করায় বিপাকে পড়ছেন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। এদিকে প্রশাসনের নজরদারি কম বলে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে। এছাড়াও সেতুর সামনেই থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ থাকলেও মোটরসাইকেল, লেগুনা, সিএনজিগুলোকে এলোপাথাড়িভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সেতুর উপর।
দূর দুরান্ত থেকে আসা সাধারণ মানুষ জানান, শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পণতীর্থে গঙ্গাস্নান করতে গিয়ে আমাদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। যে স্থানে যেতে বা আসতে জনপ্রতি ২০০ টাকা ভাড়া সেই স্থানে চালকরা জন প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা ভাড়া হাঁকছেন। শুধু তাই নয় তাদের কথা অনুযায়ী ভাড়া না দিলে হয়রানি করছেন।
জানা যায়, মোটরসাইকেল দিয়ে শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পণতীর্থে গঙ্গাস্নান ও শাহ আরেফিন (রা:) মোকামে যেতে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে জনপ্রতি ৪০০ টাকা করে। লেগুনা ও সিএনজি ভাড়া জনপ্রতি নির্ধারণ করে দেওয়া হয়েছে ১৫০ টাকা, সেখানে আদায় করা হচ্ছে জনপ্রতি ৩০০ টাকা করে। এক কথায় দূর দূরান্ত থেকে আসা মানুষেরা জিম্মি হয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে যান গন্তব্যে। আসার সময় আরো বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
পূর্ববর্তী নিবন্ধসব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান
পরবর্তী নিবন্ধকরোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৭২