তাহিরপুরে নকল সোনার বারসহ ৪ প্রতারক আটক

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

তাহিরপুর সীমান্তে প্রায় পৌনে ২ কেজি ওজনের নকল সোনার বারসহ ৪ প্রতারককে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সিদলী বন্নেপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৫৫), তাহিরপুরের লাউড়েরগড় গ্রামের রশিদের ছেলে বিশু মিয়া (৪৫), বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামের বাবর আলীর ছেলে জাহেদ আলী (৫০) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈইলাডি গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে রহিম (৪০)।
জানা যায়, শুক্রবার সন্ধায় গোপন সংবাদে  সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিন্যাস্ত লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের হাবিলদার শ্যামল সরকারের নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১২শ, ৩ এর সাব পিলারের নিকট লাউড়েরগড় গ্রামের নবিকুল ইসলাম ওরফে রফিকুল ইসলামের (৩৮) বাড়ি থেকে পৌনে ২ কেজি ওজনের ১টি নকল সোনার বারসহ ৪ প্রতারককে আটক করে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ৪ প্রতারক ও রফিকুল ইসলাম নামে একজনকে পলাতক আসামী করে মামলা দায়ের পূর্বক তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআপাতদৃষ্টিতে খালেদা জিয়া ভালো আছেন : বিএসএমএমইউ পরিচালক
পরবর্তী নিবন্ধছাতকে ৬ বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন