তালেবান হুমকির মধ্যেই ভোট চলছে আফগানিস্তানে

পপুলার২৪নিউজ ডেস্ক:

তালেবান হুমকির মধ্যেই আফগানিস্তানে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এবারের নির্বাচনে ২৫০ সংসদীয় আসনের জন্য আড়াই হাজারের বেশি প্রার্থী লড়াই করছেন।

২০১৫ সালে আগের সংসদের মেয়াদ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্ক ও যুদ্ধ পরিস্থিতির কারণে তা করা যায়নি।

প্রায় ৯০ লাখ ভোটার এবারের নির্বাচনে তাদের রায় জানানোর সুযোগ পাচ্ছেন।

যদিও তালেবান হুমকির কারণে ভোট পড়ার হার কম হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

দুর্নীতি, অর্থনৈতিক দুরাবস্থা, সংঘাতের বিস্তৃতির কারণেও রাজনৈতিক নেতাদের নিয়ে আস্থা পাচ্ছেন না অনেক আফগান নাগরিক।

অন্যদিকে বিদেশি অংশীদারদের আশা, এ নির্বাচন দেশটির ঝঞ্জাবিক্ষুব্ধ পরিস্থিতি বদলাতে কাজে দেবে।

আফগান নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে থাকলেও ঝুঁকির কারণে প্রায় দুই হাজার কেন্দ্রে ভোট দিতে পারছেন না আফগানরা।

এদিকে বৃহস্পতিবার কান্দাহারে দেহরক্ষীর গুলিতে শীর্ষ পুলিশ কর্মকর্তা জেনারেল আবদুল রাজ্জাকের মৃত্যুর পর প্রদেশটির ভোট এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে।

ভোট কেন্দ্রগুলোকে ঘিরে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রায় ৫৪ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। ভোটের প্রাথমিক ফল জানতেও ২০ দিনের মতো অপেক্ষা করতে হবে আফগানদের।

পূর্ববর্তী নিবন্ধখাশোগিকে হত্যা করার কথা স্বীকার করল সৌদি আরব
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আইয়ুব বাচ্চুর মরদেহ