শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪১ রান। তামিম ইকবাল ১০৬ এবং সাকিব আল হাসান ৫১ রান নিয়ে ব্যাট করছেন।
শনিবার রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জয়লাভ করেন লংকান অধিনায়ক উপল থারাঙ্গা।
তিনি বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান। ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তাদের জুটিতে আসে ২৯ রান। এরপর সৌম্য ব্যক্তিগত ১০ রান করে সুরঙ্গা লাকমালের বলে সাজঘরে ফেরেন।
এরপর তামিমের সঙ্গে দলের হাল ধরেন সাব্বির রহমান। তাদের জুটিতে আসে ৯০ রান। নিজের ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন সাব্বির। তবে ফিফটির পর তার ইনিংসটি বড় করতে পারেননি সাব্বির। অ্যাশলে গুনারত্নের বলে দুর্দান্ত এক ক্যাচ নেন থারাঙ্গা। আর তাতেই ৫৪ রান করে আউট হত হয় সাব্বিরকে। তার ইনিংসটি ১০টি চারের মারে সাজানো ছিল।
পরের ওভারেই লাকসান সান্ডাকানের হাতে ফিরতি ক্যাচ দেন মুশফিকুর রহিম। মুশফিক ১ রান করেন।