তামিম-মুশফিকদের নিয়ে উদ্বিগ্ন ভারত ও পাকিস্তানের অধিনায়ক

ক্রাইস্টচার্চে মসজিদ আল নুরে জঙ্গি হামলায় প্রায় ৫০ জন নিহত হওয়ার ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মাত্র ৫ মিনিটের ব্যবধান এবং বিলম্ব করায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা ওই সময় মসজিদে তখন উপস্থিত ছিলেন না। যে কারণে ক্রিকেটাররা বেঁচে যান।

ক্রাইস্টচার্চে নারকীয় ধ্বংসযজ্ঞে হতবাক পুরো বিশ্ব। যেখান থেকে বাদ যায়নি বিশ্বের ক্রিকেট তারকারাও। ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেটারদের পাশে এসে দাঁড়িয়েছেন। বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতারও।

টুইটারে বিরাট কোহলি লিখেন, ‘শকিং অ্যান্ড ট্রাজিক। ক্রাইস্টচার্চের এই নৃশংস ঘটনায় যারা হতাহত হয়েছে, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সমবেদনা। আমার চিন্তা-চেতনাজুড়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ভালো থাকুন।’

Virat Kohli

@imVkohli

Shocking and tragic. My heart goes out to the ones affected by this cowardly act at Christchurch. Thoughts with the Bangladesh team as well, stay safe. 🙏🏻

4,751 people are talking about this

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদও টুইটারে এসে সমবেদনা জানিয়েছেন নিহতদের প্রতি এবং বাংলাদেশ দল যেন নিরাপদে থাকে সে কামনা জানিয়েছেন। তিনি লিখেন, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার খবর শুনে গভীরভাবে দুঃখ পেলাম। আমার দোয়া এবং প্রার্থনা সবই এই হামলায় নিহতদের এবং তাদের পরিবারের প্রতি। মানবতা এখানে হারিয়ে গেছে। এখন এটা এক দুঃখ বেদনার জায়গা। আল্লাহকে ধন্যবাদ যে, বাংলাদেশ ক্রিকেট দলকে রক্ষা করেছেন।’

Sarfaraz Ahmed

@SarfarazA_54

So sad to hear of the In
My prayers and thoughts are with the martyrs and their families.
Humanity is at a loss, it was a place of worship …
thank god the are safe.

1,095 people are talking about this

শোয়েব আখতার লিখেছেন, ‘ক্রাইস্টচার্চ মসজিদের মধ্যে হামলার ঘটনা দেখে আমি হতভম্ভ। বর্তমান সময়ে এসে আমরা প্রার্থনার জায়গাগুলোতেও নিরাপদ নই?’

Embedded video

Shoaib Akhtar

@shoaib100mph

Shocked to see the visuals of shooting inside Christchurch’s Mosque. Are we not even safe inside places of worship now?

634 people are talking about this

 

পূর্ববর্তী নিবন্ধসুপ্রিমকোর্ট বার নির্বাচনে জয়ী হলেন যারা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাকিরা সম্মতি দিলে যাবো : ভিপি নুর