তাবলিগ জামাতে ‘কাবিলা’, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : জিয়াউল হক পলাশের পরনে পাঞ্জাবি, মাথায় টুপি। মসজিদে দাঁড়িয়ে হাদিস পড়ছেন তিনি। তার সামনে বসা বিভিন্ন বয়সের মুসল্লিরা তা মন দিয়ে শুনছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

তবে দৃশ্যটি কোনো নাটক-টেলিফিল্মের নয়। বরং এটি বাস্তব জীবনের। সম্প্রতি তাবলিগ জামাতে গিয়েছিলেন পলাশ। ওই সময়ে মুসল্লিদের কেউ ভিডিওটি ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

জানা যায়, গত ২৪ আগস্ট ৩ দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন পলাশ। সেখান থেকে ২৭ আগস্ট বাসায় ফিরেন।

কাজল আরেফিন অমি নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসেন জিয়াউল হক পলাশ। এ নাটকের ‘হাবু ভাই’ চরিত্রটি রূপায়ন করেন চাষী আলম। কয়েক দিন আগে বিয়ে করেছেন তিনি।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অনেকে চাষী আলমের বিয়েতে উপস্থিত ছিলেন। কিন্তু পলাশকে দেখা যায়নি। বিয়েতে পলাশ না থাকার কারণ জানিয়ে চাষী আলম বলেছিলেন— ‘৩ দিনের জন্য পলাশ তাবলিগ জামাতে গিয়েছে। এজন্য সে বিয়েতে আসতে পারেনি।’

 

পূর্ববর্তী নিবন্ধ১৬৪ রানে অলআউট বাংলাদেশ
পরবর্তী নিবন্ধক্যারিয়ারের ১৮ বছরে ন্যান্সির প্রথম আমেরিকা যাত্রা