পপুলার২৪নিউজ ডেস্ক:
যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত পরিবর্তিত হয় ফ্যাশন। এখন যে ধরনের ফ্যাশন হট কেকের মতো চলছে দুই বছর পর তা একেবারেই অচল মনে হতে পারে। আনুষাঙ্গিক পোশাক, জুতা, প্রসাধনী, চুল সব কিছুতেই ট্রেন্ডি ফ্যাশন খোঁজে মানুষ।
তবে সমপ্রতি ভিন্নভাবে ফ্যাশন দুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে তরমুজ ফ্যাশন। তরমুজ ফ্যাশন বললেও কেউ কিন্তু তরমুজের মতো সাজছে না। মূলত তরমুজের লাল অংশকে পোশাকের ডিজাইনে কেটে তার পেছনে দাঁড়িয়ে ফটো সেশনে মেতে উঠেছে মানুষ।
প্রথমবার এই ধরনের ছবি দেখলে যে কেউ মনে করবেন তরমুজের মতো গাঢ় লাল রঙের পোশাক পরা হয়েছে। কিন্তু ভালো করে দেখলে ধরা পড়বে আসল ঘটনা।
আর তরমুজ ফ্যাশনের ছবিগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলছে। তবে এই ধরনের তরমুজ ফ্যাশন করতে হলে নিঃসন্দেহে পাকা সেলফিবাজ হতে হবে অথবা দক্ষ ফটোগ্রাফারের সহায়তা নিতে হবে।