তবে কি পরিনীতি মিথ্যা বললেন?

পপুলার২৪নিউজ ডেস্ক:

নারীদের ‘সেল্ফ ডিফেন্স’ একাডেমির স্নাতক দিবস উপলক্ষে পরিনীতি চোপড়া এবং অক্ষয় কুমার সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে যোগ দেন৷ ওই অনুষ্ঠানে দু’জনেই তাঁদের ছোটবেলার টুকরো মুহুর্ত শেয়ার করেন৷ পরিনীতি তাঁর ছোটবেলা প্রসঙ্গে বলেন যে তিনি সেই সময়ে ইভ-টিসিংয়ের সম্মুখীনও হয়েছেন৷
পাশাপাশি এও জানান তিনি একটি দরিদ্র পরিবার মেয়ে, গাড়ি কেনার সামর্থ্য তাঁদের ছিল না৷ সাইকেল চালিয়েই তিনি স্কুলে যেতেন৷ সেই সময়ে তাঁকে ছেলেরা বিভিন্নভাবে উত্যক্ত করত৷ কিন্তু সেই সময়েও তিনি ভয় পাননি, তাঁর বাবা তাঁকে শিখিয়েছিলেন আরও মানসিকভাবে শক্তিশালী হতে৷ এমনভাবেই বড় হয়ে ওঠেন পরিনীতি৷ তাঁর এই সাক্ষাৎকারের ভিডিও সাড়া ফেলেছিল দর্শকদের কাছে, এবং অনুপ্রেরণাও জুগিয়েছেন বহুজনকে৷

কিন্তু এইখানেই থেমে থাকেনি ঘটনাটি৷ তাঁর এক স্কুলের বন্ধু কোনা গুপ্তা দাবি করেন যে পরিনীতি মিথ্যে বলছেন এবং সেই নিয়ে তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্টও করেন৷

কী জানান কোনা গুপ্তা? তিনি বলেন, এটি একটি লজ্জার ঘটনা৷ ধনী পরিবার থেকে আসা পরিনীতি ক্যামেরার সামনে মিথ্যে কথা বলছে৷ এটাই বোধহয় সেলিব্রিটিদের আসল চেহারা৷ তাঁরা মিথ্যে কথা বলে যেমন দরিদ্র, গাড়ি ছিল না এমন সব…৷

অবশ্য এখানেও থামেননি গুপ্তা, তিনি আরও বলেন আমি ওই একই স্কুলে পড়তাম, আমার মনে আছে যে পরিনীতির বাবার গাড়ি ছিল৷ আর স্কুলে সাইকেল নিয়ে যাওয়া সেই সময়ের ট্রেন্ড ছিল৷ এবং সেই ট্রেন্ডও ফলো করত ধনী পরিবারেরাই৷ শেষে বলেন যে তাঁর (পরিনীতি চোপড়া) এ হেন মিথ্যে অন্তত সিজিএম (কনভেন্ট অফ জিসাস এন্ড মেরি) স্কুলের ছাত্রীরা আরও একটু ভাল করে বুঝতে পারবে৷

পূর্ববর্তী নিবন্ধ‘ডিসলাইক’ আর বাজে মন্তব্যের কবলে ফারিয়া-জিৎ এর আইটেম গান! (ভিডিও)
পরবর্তী নিবন্ধরাজধানীতে অভিযানে গ্রেপ্তার ৪৩