আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল, তফসিল ঘোষণার মধ্য দিয়ে তা কেটে গেছে।’
বৃহস্পতিবার আগামী ২৩ ডিসেম্বর ভোটের দিন রেখে ইসির তফসিল ঘোষণার পর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
তফসিল ঘোষণায় জনগণ আনন্দিত মন্তব্য করে হানিফ বলেন, আশা করছি- নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিটি রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। দেশ ও জনগণের স্বার্থে সব দল নির্বাচনে অংশ নেবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর এবং প্রত্যাহার ২৯ নভেম্বর। তার ২৪ দিন পর ২৩ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।
৩০০টি আসনে সংসদ সদস্য নির্বাচনে এবার ভোট দেবেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ ভোটার।