জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে পরিষ্কার করে বলতে চাই, তফসিল ঘোষণার আগে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। ইভিএম দেয়া চলবে না। ডিজিটাল চুরি করতে দেয়া হবে না। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
বুধবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আজ থেকে নতুন লড়াই শুরু হলো। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ফিরিয়ে আনতে হবে আমাদের অধিকার। গণতন্ত্রকে মুক্ত করতে হবে।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, সব রাজবন্দিকে মুক্ত করতে হবে। আমাদের ঐক্য জনগণের অধিকার আদায় করতে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে, গণতন্ত্র ফিরিয়ে দিতে, কথা বলার অধিকার আদায় করতে। আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে মুক্ত করতে হবে, কথা বলার অধিকার আদায় করতে হবে।