নিজস্ব প্রতিবেদক
সরকার বদলের প্রেক্ষাপটে করা মামলায় অনেক বাদী ‘ঢালাওভাবে ইচ্ছেমত’ আসামির নাম দিয়েছেন জানিয়ে তাদের বিরুদ্ধে পাল্টা ‘চাঁদাবাজির মামলা’ করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
অনেক ক্ষেত্রে পুলিশকে মামলা নিতে ‘বাধ্য করা হয়েছে’ স্বীকার করে সেসব ‘গণ-মামলায়’ কারও নাম থাকলেই অযথা হয়রানি না করার কথাও বলেছেন তিনি।
রোববার দুপুরে ডিএমপি সদরদপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময়কালে ডিএমপি কমিশনার এসব কথা বলেছেন।
তিনি বলেন, “অনেক বাদী উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করেছেন পরিকল্পিতভাবে ‘বাণিজ্য করতে’। এজন্য ১৫০-২০০ বা আরও বেশি আসামি করা হয়েছে।
“প্রথমে আওয়ামী লীগ নেতা বা বিগত সরকারের শীর্ষ নেতাদের নাম দিয়ে পরে ঢালাওভাবে ইচ্ছেমত নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশকে মামলা নিতে বাধ্য করা হয়েছে।”
মামলা এবং ‘গ্রেপ্তার বাণিজ্যে’ কিছু পুলিশ সদস্য জড়িত বলেও স্বীকার করেন সাজ্জাত আলী।
ঢাকার পুলিশ প্রধান বলেন, “জুলাই-অগাস্টের ঘটনায় করা অনেক মামলার বাদী ‘মামলা বাণিজ্য’ করছেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। মামলা অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গণ-মামলায় ‘গণ আসামি’ থাকবে না। যারা অপরাধে জড়িত না তাদেরকে ধরা হবে না, হয়রানি করা হবে না।
“ওই আন্দোলনে হতাহতের ঘটনায় যেসব সাংবাদিকদের মামলার আসামি করা হয়েছে তদন্তে তাদের নামও বাদ যাবে।”
এসব মামলার বিষয়ে ‘অন্য কায়দায়’ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “বাদী মামলা থেকে নাম বাদ দেওয়ার ক্ষমতা রাখেন না। তদন্ত কর্মকর্তা তদন্তে প্রমাণ না পেলে নাম বাদ দেবেন।”
পুলিশ এখনও ট্রমার মধ্যে আছে বলেও মন্তব্য করেন ডিএমপি প্রধান।
তিনি বলেন, “গত ৫ অগাস্টের পর পুলিশ ‘নেতৃত্ব শূন্য’ হয়ে যায়। ওই সময় রাজারবাগের পরিস্থিতি ছিল ভয়াবহ। আত্মরক্ষার্থে খিলগাঁও থানা থেকে গুলি ছুড়তে ছুড়তে পুলিশ রাজারবাগে যায়। ‘ট্রমার মধ্যে’ পড়ে যায় পুলিশ সদস্যরা, যা এখনও কাটেনি।”
“এমন ‘বীভৎস পরিস্থিতি’র সম্মুখীন পুলিশ কখনও হয়নি” বলে মন্তব্য করে সাজ্জাদ আলী বলেন, “পুলিশের অনুপস্থিতে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। খুন, লুটপাট, ছিনতাই, ডাকাতি বেড়ে যায়।”
‘জুলাই-অগাস্টে পুলিশের ভূমিকাও সঠিক ছিল না’ বলে মন্তব্য করেন তিনি। বলেন, “ভূমিকা সঠিক হলে এত লোকের মৃত্যু হওয়ার কথা না। মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে।”
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামও বক্তব্য রাখেন।