ঢামেকে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম, চিকিৎসাসেবা বন্ধ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম ঘটেছে। মৃত রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে চিকিৎসক ও নার্সের ওপর চড়াও হয়।

এ সময় দু’পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও তর্কাতর্কি হলে এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে হাসপাতালে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। এক পর্যায়ে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা জরুরি বিভাগসহ সব প্রবেশপথ বন্ধ করে দেয়।

 

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত একজন নার্স এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সময় জরুরি বিভাগের চিকিৎসাসেবা প্রদান বন্ধ হয়ে যায়। তবে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি।

 

 

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ১১ জনের ২০ বছরের দণ্ড
পরবর্তী নিবন্ধহামলার নেপথ্য নায়ক কাদের: রিজভী