ঢামেকের সামনে চাঁদা তোলার সময় ভুয়া র‌্যাব আটক

পপুলার২৪নিউজ ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় র‌্যাব পরিচয়ে চাঁদা তোলার সময় ফরমান আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছে তিনটি মোবাইল ও ৩০ হাজার চারশ টাকা পাওয়া যায়।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, মেডিকেল এলাকার ভাসমান রেস্তোঁরায় চাঁদা তোলার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ফরমান আলী র‌্যাব পরিচয়ে ঢামেক এলাকার ভাসমান রেস্তোরাঁগুলোর মালিকদের জঙ্গিবাদে জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনেকদিন যাবৎ চাঁদা আদায় করতেন।

আজ স্থানীয়রা একজোট হয়ে তাকে আটক করেন। পরে গণধোলাই দিয়ে তাকে ঢামেক পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচারদিনের সফরে রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
পরবর্তী নিবন্ধসামান্থা-নাগার বিয়ে সম্পন্ন