ঢামেকের জরুরি বিভাগে ইন্টার্নদের তালা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সহকর্মীকে রোগীর স্বজনরা আহত করেছে অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে তালা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার রাত সাড়ে ৯টা থেকে এক ঘণ্টা জরুরি বিভাগে রোগীদের প্রবেশ বন্ধ ছিল।

পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ১০টার দিকে গেট খুলে দেন বিক্ষুব্ধ চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনরা রাত ৮টার দিকে তাদের এক নারী সহকর্মীকে আঘাতে আহত করে। এঘটনায় হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তারা।

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র তালুকদার জানান, শিশু ওয়ার্ডে রোগীর সঙ্গে সাধারণত নারীরা থাকেন। সেখানকার ডাক্তাররাও বেশিরভাগই নারী। ওই শিশুটির চার-পাঁচজন পুরুষ স্বজন সেখানে অবস্থান করছিলেন। নারী চিকিৎসকরা তাদের চলে যেতে বললে বাকবিতণ্ডা শুরু হয়। এক সময় তারা ওই নারী চিকিৎসকের হাতে কাঁচের গ্লাস দিয়ে আঘাত করে সেখান থেকে চলে যায়।

ওই শিশু এবং তার মা এখনও হাসপাতালে আছেন বলে জানান তিনি।

শাহবাগ থানার ওসি এবি সিদ্দিক জানান, শিশুটির মায়ের কাছ থেকে হামলাকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধমুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকরে ট্রাম্পের আপিল
পরবর্তী নিবন্ধসুরঞ্জিত সেনের মরদেহ ধানমণ্ডির বাসায়