পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর মামলায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ ৮ চিকিৎসককে জামিন দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম তাদের জামিনের আদেশ দেন।
ডা. আবদুল্লাহ ছাড়া জামিন পাওয়া অন্য চিকিৎসকরা হলেন, ডা. কাশেম ইউসুফ, ডা. মর্তুজা, ডা. এ এস এম মাতলুবুর রহমান, ডা. মাসুমা পারভীন, ডা. জাহানারা বেগম মোনা, ডা. মাকসুদ পারভীন ও ডা. তপন কুমার বৈরাগী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা এই মামলায় আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলেও তার কোনো বিরোধিতা করা হয়নি।
পরে আদালত প্রত্যেককে ৩০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী হারুন অর রশীদ।
এর আগে বৃহস্পতিবার বিকালে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাইন চৈতীর মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে, বুধবার ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালটিতে ভর্তি হলেও তাকে ক্যান্সারের চিকিৎসা দেয়া হয়। পরে আফিয়ার সতীর্থরা হাসপাতালটিতে ভাংচুর চালায়।
রাতে ‘অবহেলা’ ও ‘ভুল চিকিৎসার’ অভিযোগে হাসপাতালের পরিচালক এমএ কাশেমসহ ৯ চিকিৎসককে আসামি করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ মামলায় গ্রেফতার হাসপাতালের পরিচালক কাশেমকে পরদিন শুক্রবার জামিন দেন আদালত।