ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ৩য় বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা

পপুলার২৪নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ সরকারি কলেজের ২০১৬ সালের অনার্স ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ২৩ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে।

রোববার ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সনের অনার্স ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ২৩ অক্টোবর ২০১৭ সোমবার থেকে অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

এর আগে অনার্স চতুর্থ বর্ষের ২০১১-১২ সেশনের ফল প্রকাশের দাবিতে রোববার সকাল ৯টার দিকে নীলক্ষেত মোড়ের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

অধিভুক্ত কলেজগুলো হল- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

 

পূর্ববর্তী নিবন্ধ১৫ দিনের মধ্যে হাইড্রোলিক হর্ন জমা দিতে হাইকোর্টের নির্দেশ
পরবর্তী নিবন্ধশুরুতেই সাজঘরে সৌম্য সরকার