ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। চলে বেলা ১১টা পর্যন্ত।

এবার ‘গ’ ইউনিটের এক হাজার দুই শত ৫০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ২৯ হাজার তিন শত ১১ জন, যা প্রতি আসনের বিপরীতে প্রায় ২৪ জন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৩টি কেন্দ্রে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে শনিবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৩ হাজার ৪৭২।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন শনিবার
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের ঢল দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সেতুমন্ত্রী