ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ২ হাজার ৩৬৩টি আসনের জন্য ভর্তীচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩২ হাজার ৭৪৯জন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে বলে আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধসুচির কানাডার নাগরিকত্ব বাতিল করে যাবজ্জীবন দিচ্ছে আদালত
পরবর্তী নিবন্ধঅধিনায়ক হিসেবে এখনও ফুরিয়ে যাইনি: স্টিভেন স্মিথ