ঢাকেশ্বরী মন্দিরকে জমি উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রায় ৬৫ বছরের পুরনো জটিলতা সমাধান করে দেড় বিঘা জমির মালিকানা পুজার উপহার হিসেবে ঢাকেশ্বরী মন্দিরের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে জমি-সংক্রান্ত জটিলতা নিরসনের কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে ঢাকেশ্বরী মন্দির কমিটির সভাপতি নির্মল চ্যাটার্জি বলেন, ‘আমরা বলেছিলাম এটা দেবোত্তর সম্পত্তি, অন্যরা বলেছিল এটা তাদের নিজেদের। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ৬০ বছরের একটা ঝামেলার অবসান হলো। আমরা বলবো পূজা উপলক্ষে প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধান করে, এই সম্পত্তি আমাদের উপহার দিয়েছেন।’

তিনি বলেন, মন্দিরে ঢোকার বাম পাশের বস্তিটা, দোকানপাট। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, জমি-সংক্রান্ত যে ঝামেলা ছিল সেটার অবসান হলো। আমি সনাতন সম্প্রদায়কে এটা উপহার দিয়ে গেলাম।

দখলের বিষয়ে মন্দির কমিটির সভাপতি বলেন, ‘আইনগত এক

পূর্ববর্তী নিবন্ধতফসিল ঘোষণার পর সেনা মোতায়েন নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব
পরবর্তী নিবন্ধসৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা স্মারক