ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র গ্রহণ করেছেন এইচএম এরশাদ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে ঢাকা-১৭ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে জাতীয় পার্টি।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক প্রিস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এ সময় ফয়সল চিশতী সাংবাদিকদের বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে হুসেইন মুহম্মদ প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। এ আসনে হুসেইন মুহম্মদ এরশাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং ব্যাপক উন্নয়ন করেছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসএম ফয়সল চিশতী আরও বলেন, ২০ নভেম্বর সকাল থেকে গুলশান-০১ এর ইমানুয়েলস কনভেনশন মিলনায়তনে পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড।

এ সময় জাতীয় পার্টির বনানী থানার সভাপতি মোস্তাফিজুর রহমান নাঈম, ভাসানটেক থানার সভাপতি মো. মনিরুজ্জামান, ক্যান্টনমেন্ট থানার সভাপতি ইব্রাহিম খান, গুলশান থানার সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বনানী থানার সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান, বনানী থানার সাংগঠনিক সম্পাদক মো. মারজান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরিজভীর মুখে কোনো দিন হাসি দেখিনি: হাছান মাহমুদ
পরবর্তী নিবন্ধআগুনে সব পুড়লেও অক্ষত কোরআন শরীফ দুটি