নিজস্ব প্রতিবেদক:করোনা ভাইরাস মোকাবিলার অংশ হিসেবে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সাধারণ ছুটি বাড়ানোর পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, দেশে করোনা ভাইরাস মোকাবিলায় সরকার ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে।
সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাফতরিক কাজ ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে৷
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাফতরিক কাজও ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।