ঢাকা সিটি কলেজের ‘সিটি’ তুলে নিয়ে গেছেন আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

তুচ্ছ ঘটনা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) ভরদুপুরে কথা কাটাকাটিতে জড়ান রাজধানীর ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে তা পৌঁছে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায়। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে সেদিনের মতো ঘটনার ইতি ঘটে।

তবে সেই ঘটনার জের ধরে রোববার (৯ ফেব্রুয়ারি) ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিকেল ৪টা নাগাদ ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে এসে ঢাকা সিটি কলেজের নাম ফলক থেকে ‘সিটি’ খুলে নিয়ে গেছেন। পরে সিটি কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দিলে বাঁধে সংঘর্ষ। যা পরে ২ ঘণ্টা ধরে দফায় দফায় চলতে থাকে।

হামলার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে একসঙ্গে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলে। এতে সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা আক্রমণ করে এবং সংঘর্ষ শুরু হয়। ফলে পুরো এলাকায় তৈরি হয় আতঙ্ক। তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল।

দেখা গেছে, ঢাকা সিটি কলেজের দুটি গেটের একটির ‘ঢাকা’ এবং আরেকটি গেটের ‘সিটি’ খুলে নেওয়া হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও নাম ফলকের অংশ সম্বলিত বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে। যা নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পরস্পরবিরোধী লেখালেখি করে যাচ্ছেন।

সংঘর্ষের বিষয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দাবি করেন, সকালে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থীকে স্লেজিং এবং মারধর করেছে। যার জের ধরেই প্রতিবাদ জানানো হয়েছে। সবশেষ সংঘর্ষ চলাকালীন সমঝোতা হওয়ার পর আবারও এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলা প্রতিহত করা হয়েছে।

অবশ্য জানা গেছে, এর আগে গত ৫ ফেব্রুয়ারি দুপুরেও এ দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে হাতাহাতি হয়। একপর্যায়ে ওইদিন দুপুরে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটান তারা।

বিষয়টি নিয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, গত ৫ তারিখ দুপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। ওইদিনের ঘটনার জেরেই আজ ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই কলেজের দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের কারণে গাড়ি চলাচল বন্ধ ছিল। এখন আবার গাড়ি চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে পরবর্তী সময়ে যেন ফের সংঘর্ষ না বাঁধে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাইস ব্র্যান তেল রপ্তানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ
পরবর্তী নিবন্ধ‘অপারেশন ডেভিল হান্ট’: সারাদেশে গ্রেফতার ১৩০৮