ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২৫ কি.মি. যানজট

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী ব্রিজ থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবারের প্রবল বর্ষণে এ মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ এবং সড়কে পানি থাকায় শনিবার থেকেই এ যানজটের সৃষ্টি হয়। রোববার সকালেও সেটা অব্যাহত রয়েছে।

ভোগড়া ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় মালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ কারণে সাইনবোর্ড থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এ ছাড়া বোর্ড বাজার, সাইনবোর্ড, মালেকের বাড়ি, বাসন সড়ক, বর্ষা সিনেমা হলসংলগ্ন ও ভোগড়া বাইপাস এলাকায় বৃষ্টির পানি জমে থাকায় এবং রাস্তা ভাঙাচোরা থাকার কারণে যানবাহন ধীর গতিতে চলছে। ফলে ওই এলাকাতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ ছাড়া বাম দিকে কর্দমাক্ত থাকায় বড় গাড়িগুলো এক লাইন দিয়ে চলছে। ফলে গাড়ির লাইন দীর্ঘ হয়েছে।

শনিবার সৃষ্টি হওয়া যানজটের কারণে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত আসতে অনেকের ৫ ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে। এ ধারাবাহিকতা রোববার সকালেও অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারত–পাকিস্তান ‘স্বপ্নের’ ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধমাদারীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩