জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
ঢাকা-ময়মনসিংহ রুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। শ্রীপুর স্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রীপুর স্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর স্টেশনের আউটার সিগন্যালের কাছাকাছি যেতেই পেছনের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়। শুক্রবার ভোরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে বগি ও চাকা উত্তোলন করে রেললাইন মেরামতের কাজ শুরু করে। পরে সকাল পৌনে ৮টার দিকে সবকিছু ঠিকঠাক হলে ট্রেন চলাচল শুরু হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।