ঢাকা মেডিকেলের ভবনের পাশে যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নতুন ভবনের পাশে ময়লার স্তূপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই যুবকের নাম মো. মনির হোসেন রাসেল (৩০)। তিনি গাজীপুরে থাকতেন।

যুবকের দুলাভাই ইয়াকুব আলী জানান, এক মাস আগে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৫০২ ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন মনির। তবে তিনি কী রোগে আক্রান্ত ছিলেন তা বলতে পারেননি।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলম বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে নতুন ভবনের রান্না ঘরের পশ্চিম পাশের ময়লার স্তূপ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মরদেহ।

হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ আহমেদ জানান, সকালের দিকে পরিচ্ছন্নকর্মীরা মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ এসে তা উদ্ধার করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবন থেকে পড়ে মারা গেছেন ওই যুবক। ময়নাতদন্তের প্রতিবেদনের পেলে বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধ‘হাফ ভাড়া’র প্রজ্ঞাপন চেয়ে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিলেন শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধ১০০ দূষিত শহরে বাংলাদেশের ৪টি, ভারতের ৪৬