ঢাকা মহানগর পুলিশকে দুইটি পুলিশ ভ্যান উপহার দিয়েছে ইফাদ অটোস

পপুলার২৪নিউজ ডেস্ক:
ঢাকা মহানগর পুলিশের দৈনন্দিন টহল কাজের জন্য দুইটি পুলিশ ভ্যান উপহার দিয়েছে বাংলাদেশের বাজারে ভারতের অশোক লেল্যান্ড গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে গাড়ি দুটি হস্তান্তর করা হয়। ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো: আসাদুজ্জামান মিয়ার হাতে গাড়ি দুটি তুলে দেন। ইফাদ অটোস লিমিটেডের কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) অর্থাৎ সম্মিলিত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ডিএমপিকে গাড়ি দুটি দেয়া হয়েছে। পুলিশকে গাড়ি উপহার দেয়ায় ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপুকে ক্রেষ্ট দিয়ে সম্মান জানান ডিএমপি কমিশনার।
পুলিশ ভ্যান উপহার দেয়ায় ইফাদ অটোস লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার মো: আসাদুজ্জামান মিয়া বলেন, নগরবাসীর নিরাপত্তা দেয়া ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব। সে দায়িত্ব পালনে ইফাদ অটোসের মতো বিভিন্ন প্রতিষ্ঠান গাড়ি উপহার দিয়ে সহায়তা করছে। এটা অবশ্যই প্রসংসার দাবী রাখে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ঢাকা মহানগর পুলিশ নগরবাসীর নিরাপত্তা বিধান করছে। রোদ-বৃষ্টি ও জীবনের ঝুঁকি নিয়ে পুলিশকে কাজ করতে হয়। এ বিষয়টি আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে ইফাদ অটোস লিমিটেড দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে আসছে। ভবিষ্যতে পুলিশ আরো ভ্যান উপহার দেয়া হবে বলেও আশ^াস দেন তিনি।
অনুষ্ঠানে ইফাদ অটোস লিমিটেডের পরিচালক তাসফীন আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদীয় অডিট কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধইউসিসি- ইউনিএইডসহ ছয় কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল