ঢাকা-ভাঙ্গা রেলপথ চালু হবে সেপ্টেম্বরে : রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি:

ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ আগামী সেপ্টেম্বর মাসে চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, আগামী আগস্ট মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার দুপুরে পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালানোর পর মাওয়া স্টেশনে রেলমন্ত্রী এ কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, প্রকল্পের কাজের অগ্রগতি ভালো। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে। সব ঠিক থাকলে আগামী বছরের জুনের মধ্যে যশোর পর্যন্ত রেল লাইন চালু করা হবে।

এদিকে মাওয়া-ভাঙ্গা অংশের অগ্রগতি হয়েছে ৯১ শতাংশ। এই অংশে ৪২ কিলোমিটার রেল লাইনের পুরোটা বসানো হয়ে গেছে। চারটি নতুন রেল স্টেশনের ৬৮ ভাগ কাজ হয়েছে। এদিকে ঢাকা-মাওয়া অংশের অগ্রগতি হয়েছে ৭২.৫০ ভাগ।

প্রকল্পের অগ্রগতির প্রতিবেদনের তথ্য বলছে, ঢাকা-যশোরের পুরো কাজের অগ্রগতি ৭৪ শতাংশ। পদ্মা সেতুর রেললিংক প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। প্রায় ৪০ হাজার কোটি টাকার প্রকল্পটির ঠিকাদার প্রতিষ্ঠান হলো চীনের চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কম্পানি (সিআরইসি)।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে রেল নেটওয়ার্ক ঢাকা হতে পদ্মা সেতু হয়ে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইলকে নতুন ৪টি জেলা যুক্ত করে যশোর পর্যন্ত যাবে। পাশাপশি বিদ্যমান ভাঙ্গা পাচুরিয়া রাজবাড়ী সেকশনটি পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি সংযুক্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি ফ্রি পণ্য পেলেন যশোরের সেনা সদস্য
পরবর্তী নিবন্ধব্যাংক সুদের হার রেকর্ড পরিমাণে বাড়াল পাকিস্তান