ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু কাল

পপুলার২৪নিউজ ডেস্ক:
২০১৭-১৮ শিক্ষাবর্ষের জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ (সি) ইউনিটের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে ৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর। এ পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে সকাল ১১টা পর্যন্ত।

গ ইউনিটে মোট ১,২৫০ আসনের বিপরীতে পরীক্ষা দেবেন ২৯,৯৫৪ শিক্ষার্থী। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ১১টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে চ (চারুকলা) ইউনিটের ভর্তি পরীক্ষা। মোট ১৩৫টি আসনের বিপরীতে পরীক্ষা দেবেন ১৩,৪৭৬ শিক্ষার্থী।

এছাড়াও, ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে খ ইউনিটের পরীক্ষা। উল্লেখ্য, ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর এবং ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। ভর্তি পরীক্ষার আসন বণ্টন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধআইসক্রিম খেয়েই ৩২ পাউন্ড ওজন কমিয়েছেন তিনি!
পরবর্তী নিবন্ধরাখাইনে শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে সমাধান চাইলেন এরশাদ