পপুলার২৪নিউজ ডেস্ক :
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের ওয়ারির বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে।
দুই দফা তার বাসায় তল্লাশি চালানো হয় বলে আবুল বাশার যুগান্তরকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৮টায় এক দফা এবং ১০টায় দ্বিতীয় দফায় ওসির নেতৃত্বে এ তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে পুলিশ দুপুর ১২টা পর্যন্ত বাসার সামনে বিশেষ পাহারা বসায়।
আবুল বাশার দাবি করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় তল্লাশির প্রতিবাদ কর্মসূচি বাধাগ্রস্ত করতেই এ তল্লাশি চালানো হয়েছে।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে ওয়ারি থানার ওসি জিহাদ হোসেন তল্লাশির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কাজী আবুল বাশারের বাসায় কোনো অভিযান চালানো হয়নি। নেত্রীকে (খালেদা জিয়া) দেখানোর জন্য উনি এসব বলে বেড়াচ্ছেন। তবে তার বিষয়ে পুলিশ খোঁজ-খবর রাখছে।’
পুলিশ পাহারার বিষয়ে তিনি বলেন, তার বাসা যেহেতু রাস্তার পাশে, স্বাভাবিকভাবেই জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ ওই জায়গায় টহল দিয়েছে।