ঢাকা টেস্টে টাইগারদের সম্ভাব্য একাদশ

নিজস্ব ডেস্ক: ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে যায়।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ক্যারিবীয়দের ৩৯৫ রানের বিশাল টার্গেট দিয়েও দুর্ভাগ্য বশত হারে বাংলাদেশ। ১-০তে পিছিয়ে যাওয়া মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি বৃহস্পতিবার সকালে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।

হারলে হোয়াইটওয়াশ, জিতলে সিরিজে ১-১ ড্রয় করার সুযোগ। এমন কঠিন সমীকরণ সামনে রেখে সকাল সাড়ে নয়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

চট্টগ্রাম টেস্টে কুঁচকিতে চোট পাওয়ায় ঢাকা টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তার পরিবর্তে দলে ফিরেছেন তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার।

সাকিবের মতো একই অবস্থা তরুণ ওপেনার সাদমান ইসলাম অনিকের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় পড়ে গিয়ে আহত হন সাদমান। পরে বিসিবির মেডিকেল টিমের পরামর্শে দ্বিতীয় টেস্টে তাকে দল থেকে বাদ রাখা হয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ক্রেগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোসলি, এনকেরুমা বোনার, জার্মেইন ব্লাকউড, জশুয়া ডি সিলভা, রাহকিম কর্নওয়াল, কাইল মেয়ার্স, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।

পূর্ববর্তী নিবন্ধসংক্রমণ ও মৃত্যু কমছে, মহামারি নিয়ন্ত্রণে আসার আভাস
পরবর্তী নিবন্ধগফরগাঁওয়ের ৯ মানবতাবিরোধীর রায় আজ