ঢাকা টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

তিন টি-টোয়েন্টি ও এক টেস্টের পর বাংলাদেশ ছাড়ার আগে সফরের শেষ ম্যাচে গিয়ে টস জিততে পারলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জেতার পর সঙ্গে সঙ্গে ধন্যবাদ দেন সৃষ্টিকর্তাকে।

আগের চার ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। এবার শেষ ম্যাচটিতে টস জেতার পর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর।

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে শক্ত অবস্থানে রয়েছে পাকিস্তান। তাই সিরিজ বাঁচাতে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে।

দুই দলের একাদশ

বাংলাদেশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ হোসেন।

পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

পূর্ববর্তী নিবন্ধমালিতে বাসে জঙ্গি হামলা, নিহত ৩১
পরবর্তী নিবন্ধনীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে র‌্যাবের অভিযান