ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিমি যানজট

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার ভোর থেকে দীর্ঘ ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

মির্জাপুরের গোরাই এলাকার একটি সেতুর ওপর শুক্রবার ভোর ৬টার দিকে একটি মালবোঝাই ট্রাক বিকল হয়ে পড়লে এ যানজটের সৃষ্টি হয়।

মির্জাপুর গোরাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মোতালেব জানান, বিকল ট্রাকটি সকাল ৯টার দিকে সরিয়ে নেয়া হয়। এরপর মহাসড়কে ধীর গতিতে যান চলাচল করছে।

শুক্রবার এ মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকায় যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজয়শ্রীর সঙ্গে সম্পর্কের কথা জেনে ফেলাতেই আকাঙ্ক্ষাকে খুন!
পরবর্তী নিবন্ধব্র্যাডম্যান-দ্রাবিড়কে পেছনে ফেললেন কোহলি