পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে দুর্ঘটনার প্রভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ৩০ কিলোমিটার যানযট দেখা দিয়েছে।
এতে শীতের মধ্যে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সোমবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশের জোকারচরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই আসিফ জানান, দুর্ঘটনার প্রভাবে ইতিমধ্যে সেতুর পূর্ব দিকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।